টিআইবি’র ফেলোশিপের জন্য আবেদনের সময় বৃদ্ধি


টিআইবি’র ফেলোশিপের জন্য আবেদনের সময় বৃদ্ধি

 

দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ প্রদান করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। এজন্য বাংলাদেশি

মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন এবং টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে প্রস্তাবনা আহ্বান করেছে সংস্থাটি। 

প্রস্তাবনা জমা দেয়ার সময় ১০ আগস্ট থেকে বাড়িয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

 

ফেলোশিপের প্রস্তাবনা নিম্নোক্ত বিষয়সমূহের জন্য প্রযোজ্য হবে-

১) শিক্ষা

২) স্বাস্থ্য (কোভিড-১৯ অতিমারিসহ)

৩) স্থানীয় সরকার

৪) ভূমি ও

৫) জলবায়ু অর্থায়নে সুশাসন

 

২০২১ সালে নিম্নোক্ত দুইটি শ্রেণিতে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ফেলোশিপ প্রদান করবে টিআইবি-

 

১। জাতীয় প্রিন্ট মিডিয়া ফেলোশিপ: যে-কোনো বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক সংবাদপত্রে এবং অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক

২। ইলেক্ট্রনিক মিডিয়া ফেলোশিপ: বিটিভি, বেসরকারি টিভি চ্যানেলসমূহ এবং রেডিও- তে কর্মরত সাংবাদিক।

 

ফেলোশিপের যোগ্যতা:

 

১।  দৈনিক সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত ও ন্যূনতম ৩ বছরের পূর্ণকালীন কর্ম অভিজ্ঞতা।

 

২। অনুসন্ধানী সাংবাদিকতায় রিপোর্ট প্রণয়নের অভিজ্ঞতা।

 

৩। বয়স সীমা সর্বোচ্চ ৪০ বছর।

 

যেভাবে আবেদন করবেন:

 

১। কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে শুধু ই-মেইলে প্রস্তাবনা জমা নেওয়া হবে এবং এই ঠিকানায় advocacy@ti-bangladesh.org ই-মেইল পাঠাতে হবে।

 

২। প্রস্তাবনা পাঠানোর ক্ষেত্রে ই-মেইলের বিষয় হিসেবে 'দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ ২০২১' কথাটি উল্লেখ করতে হবে।

 

৩। দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে।

 

৪। আবেদনপত্রের সঙ্গে সর্বোচ্চ ১ হাজার শব্দের মধ্যে একটি অনুসন্ধানী প্রতিবেদনের প্রস্তাবনা ও পরিকল্পনা জমা দিতে হবে।

 

৫। প্রস্তাবনায় প্রতিবেদনের যৌক্তিকতা, ফেলোশিপ কর্মসূচির প্রত্যাশিত ফল এবং মাঠকর্মকাণ্ডের পরিকল্পনা, সময়সূচি ও সম্ভাব্য বাজেট উল্লেখ করতে হবে।

 

৬। আবেদনপত্রের সাথে আবেদনকারী কর্তৃক প্রণীত ও প্রকাশিত/প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদন জমা দিতে হবে।

 

৭। আবেদনপত্রের সাথে প্রার্থীর কর্মপ্রতিষ্ঠানের সম্পাদক/নির্বাহী প্রধানের স্বাক্ষরিত অভিজ্ঞতার সনদ ও ফেলোশিপে অংশগ্রহণের অনুমতিপত্র জমা দিতে হবে।

 

৮। আবেদনপত্রের সাথে কাঙিক্ষত তিনজন পরামর্শকের/মেনটরের নাম প্রস্তাব করতে হবে।

 

৯। ইতোপূর্বে যারা টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেয়েছে তারা এই ফেলোশিপের জন্য আর বিবেচিত হবেন না।

 

ফেলোশিপের সময়কালঃ

 

চূড়ান্ত ফেলো নির্বাচনের দিন থেকে প্রতিটি ফেলোশিপের জন্য সময়কাল সর্বোচ্চ তিন মাস।

 

প্রম্ভাবনা জমা দেওয়ার শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২১

 

চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোকে সম্মানি হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।