শান্তিনিকেতনে রবীন্দ্র স্মৃতি


শান্তিনিকেতনে রবীন্দ্র স্মৃতি

কবিগুরুর অমর কীর্তি শান্তিনিকেতন। এর একটি এলাকার নাম ‘উত্তরায়ণ’। এটি আশ্রমের উত্তরদিকে অবস্থিত বলে এই নাম। মূলত পাঁচটি বাড়ি নিয়ে গড়ে উঠেছে উত্তরায়ণ এলাকা। বাড়ি পাঁচটি হলো: কানার্ক, উদয়ন, শ্যামলী, পুনশ্চ, উদীচী। উল্লেখিত পাঁচটি বাড়ি ছাড়াও রয়েছে চিত্রভানু-গুহাঘর এবং বিচিত্রা বাড়ি। এর মধ্য থেকে শ্যামলী, পুনশ্চ, উদীচীর ছবি দেখুন।

শ্যামলী: কোনার্ক বাড়ির পূর্বদিকে যে মাটির বাড়িটি রয়েছে, তারই নাম ‘শ্যামলী’। ১৯৩৫ খ্রিষ্টাব্দে মে মাসে জন্মদিনের শুভক্ষণে শ্যামলীতে প্রবেশ করেন কবি। বাড়ির দেওয়াল মাটির, ছাদও মাটির। এই বাড়িতে নানা সময়ে থেকেছেন-গান্ধীজী, লালবাহাদুর শাস্ত্রী, মাদার তেরেসাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।